পদ্মা সেতু দিয়ে পার হওয়া যানবাহন থেকে তিন দিনে ১০ কোটি ৯৭ লাখ টাকা টোল আদায় করেছে সরকার।
বৃহস্পতিবার রাত ১২টা থেকে শনিবার দুপুর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত এ টাকা আদায় হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ।
এই সময়ে পদ্মা সেতু দিয়ে মোট ৭৪ হাজার ২২২টি যানবাহন পারাপার হয়েছে।
এর আগে গত ২৫ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সেতুটির উদ্বোধন করেন এবং পরদিন সকালে যান চলাচলের জন্য খুলে দেয়া হয়।