প্রচ্ছদ ›› জাতীয়

পদ্মা সেতুতে যানবাহনের চাপ নেই

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২২ ১৩:০৯:৩৫ | আপডেট: ৩ years আগে
পদ্মা সেতুতে যানবাহনের চাপ নেই

পবিত্র ঈদুল আজহার আর মাত্র দুদিন বাকি। এরই মধ্যে পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে বাড়ি ফিরতে শুরু করেছে শহরবাসী। এ কারণে মহাসড়কগুলোতে ঘরমুখো যাত্রীদের পাশাপাশি যানবাহনের চাপও বেড়েছে। তবে পদ্মা সেতু এবং ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে এখনও যাত্রীদের চাপ দেখা যায়নি।

বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহন চলাচল স্বাভাবিক। এ ছাড়া পদ্মা সেতুতেও যানবাহনের কোনো চাপ নেই।

বিষয়টি নিশ্চিত করে পদ্মা সেতুর নির্বাহী প্রকৌশলী আবুল হোসেন বলেন, পদ্মা সেতুতে অন্যান্য দিনের মতো আজও যানবাহনের চাপ স্বাভাবিক। ঈদে ঘরমুখো যাত্রীদের সংখ্যা এখনো বেশি হয়নি বলে মনে হয়।

অন্যদিকে, ঢাকা- মাওয়া এক্সপ্রেসওয়ের যানবাহনের চলাচলও স্বাভাবিক। হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আফজাল হোসেন জানান, এক্সপ্রেসওয়েতে যানবাহন চলছে স্বাভাবিক গতিতে। কোনো চাপ নেই, অতিরিক্ত কোনো যানবাহনও দেখা যাচ্ছে না।

এদিকে, গত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ১৬ হাজার ৭০৯টি। আর টোল আদায় হয়েছে ২ কোটি ৪২ লাখ ৩ হাজার ৭৫০ টাকা।