প্রচ্ছদ ›› জাতীয়

পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার বাইজীদ রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২২ ১৯:৩৫:৫৫ | আপডেট: ১ year আগে
পদ্মা সেতুর নাট খুলে গ্রেপ্তার বাইজীদ রিমান্ডে

পদ্মা সেতুর রেলিংয়ের নাট-বল্টু খুলে টিকটক করে ভাইরাল বায়জীদ তালহাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার বিকেলে শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সালেহুজ্জামান এ রিমান্ড মঞ্জুর করেন।

শরীয়তপুর কোর্ট পরিদর্শক জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আজ বিকেল ৪টার দিকে বায়েজীদকে আদালতে ওঠানো হয়। সিআইডির আবেদনেই বিচারক তার রিমান্ড মঞ্জুর করেন।

শরীয়তপুর কোট জিআরও’র কার্যালয় সূত্রে জানা যায়, বায়জীদ তালহার নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। এ ছাড়া তার সহযোগী অজ্ঞাতনামা আরও কয়েকজনকে মামলায় অভিযুক্ত করা হয়েছে। শরীয়তপুরের পদ্মা সেতু দক্ষিণ থানায় করা মামলায় আজ বিকেলে বায়েজীদকে আদালতে হাজির করেন সিআইডি ঢাকা হেডকোয়ার্টারের পুলিশ পরিদর্শক শাহিনুল ইসলাম। শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্টেটের আদালতের বিচারক মো. সালেহুজ্জামান তাকে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি টিকটক ভিডিওতে দেখা যায়, বায়েজীদ হাত দিয়েই পদ্মা সেতুর রেলিংয়ের নাট খুলে ফেলছেন।

ওই ভিডিও নিয়ে ব্যাপক আলোচনার মধ্যেই গতকাল রোববার বিকেলে রাজধানীর শান্তিনগর এলাকা থেকে বায়েজীদকে গ্রেপ্তার করা হয়। তার কাছে ও বাসায় তল্লাশি করে বেশকিছু ডিভাইস উদ্ধার করা হয়েছে, যেগুলো এই মামলার সঙ্গে সংশ্লিষ্ট।

২৫ জুন পদ্মা সেতুর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার ভোর ৬টা থেকে সর্বসাধারণের চলাচলের জন্য সেতু খুলে দেয়া হয়।