পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জের শিমুলিয়া-মাঝিকান্দি নৌরুটে মঙ্গলবার থেকে পদ্মায় ফেরিতে মোটরসাইকেল পারাপার শুরু হতে যাচ্ছে।
রোববার এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহণ করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
প্রতিদিন ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুটি ফেরিতে মোটরসাইকেল পারপার হবে। শিমুলিয়া-মঙ্গলমাঝি রুটে প্রতি তিন ঘণ্টা পর পর ফেরি সার্ভিস দেওয়া হবে।
এছাড়া, একই দিনে বিআইডব্লিউটিসি’র যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি ঢাকা সদরঘাট (লালকুঠি) ঘাট থেকে চাঁদপুর-বরিশাল-ঝালকাঠি-কাউখালী-হুলারহাট-চরখালী ও বড়মাছুয়া পর্যন্ত ঈদ যাত্রা শুরু করবে।
শিমুলিয়াঘাটের চারটি ফেরিঘাটের মধ্যে মোটরসাইকেল পারাপারের জন্য ভিআইপি তথা ৪ নম্বর ফেরিঘাট ব্যবহার করা হচ্ছে। মোটরসাইকেল পারাপারে ফেরিতে ভাড়া লাগবে ১৫০ টাকা।
এদিকে, নিরাপত্তার কারণে দীর্ঘদিন বন্ধ থাকলেও পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে পদ্মা সেতুর নিচ দিয়ে ফেরি চলাচলের অনুমতি দিয়েছে সেতু কর্তৃপক্ষ।