প্রচ্ছদ ›› জাতীয়

পরিবহন ব্যয় দ্বিগুণ, সামর্থ্যের বাইরে যাবে দ্রব্যমূল্য

নিজস্ব প্রতিবেদক
০৬ আগস্ট ২০২২ ২০:০৩:৩৪ | আপডেট: ৩ years আগে
পরিবহন ব্যয় দ্বিগুণ, সামর্থ্যের বাইরে যাবে দ্রব্যমূল্য

জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধির ফলে পরিবহন ব্যয় দ্বিগুণ হওয়ায় পাশাপাশি নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের সামর্থ্যের বাইরে চলে যাবে। এমতাবস্থায় অস্বাভাবিক মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

শনিবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

মোজাম্মেল হক চৌধুরী বলেন, গত নভেম্বরে ডিজেল ও কেরোসিনের দাম এক লাফে ১৫ টাকা বৃদ্ধি করেছিলো সরকার। তখন দাম নির্ধারণ করা হয় ৮০ টাকা লিটার। ডিজেলের দাম বাড়ানোর পর বাস ভাড়া বাড়ানো হয় প্রায় ২৭ শতাংশ, লঞ্চ ভাড়া বাড়ানো হয় ৩৫ শতাংশ যা তেলের দাম বাড়ানো হারের চেয়ে অনেক বেশি।

তিনি বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধবগতিতে দিশেহারা দেশের সাধারণ মানুষ। এমন সময়ে জ্বালানি তেলের দাম একলাফে প্রায় ৫০ শতাংশের কাছাকাছি বাড়ানোর ফলে জনজীবনে চরম দুর্ভোগ নেমে আসবে।

বিশ্ববাজারে জ্বালানী তেলের দাম বাড়ালেও বর্তমানে তেলের বাজার নিম্নমুখী উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, বর্তমান বাজার পর্যবেক্ষণ না করে, কেবল আইএমএফের প্রেসক্রিপশন বাস্তবায়নে জ্বালানী তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত অযৌক্তিক ও গণবিরোধী।

অনতিবিলম্বে এই বর্ধিত মূল্য প্রত্যাহার করে পূর্বের মূল্য বহাল রাখার দাবি জানান তিনি।