পরীক্ষায় ফেল করা অপমান সইতে না পেরে পারপিতা ফাইহা (১৪) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। ফাইহা হলিক্রস স্কুলের নবম শ্রেণীর শিক্ষার্থী। পারমিতা স্কুলের গণিত বিভাগের এক শিক্ষকের কাছে প্রাইভেট না পড়ায় তাকে ফেল করানো হয়। এ অপমান সইতে না পেরে আত্মহত্যা করে পারমিতা।
মঙ্গলবার বিকেলে রাজধানীর তেজগাঁওয়ের ১২ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পারপিতা আত্মহত্যা করে। মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে তার মৃত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, পারপিতা স্কুল থেকে ফিরে বাসায় না ঢুকে ভবনের ছাদে চলে যায়। পরে ছাদ থেকে নিচে লাফ দেয়। আহত অবস্থায় তাকে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে পান্থপথের স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। রাত ৮টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সহপাঠীরা বলছে, পারপিতা উচ্চতর গণিতে ফেল করে। একই বিষয়ে দুই বার ফেল করায় স্কুলের অধ্যক্ষ পারপিতার অভিভাবককে বৃহস্পতিবার দেখা করার নির্দেশ দেন। এ খবর পেয়ে পারপিতা ভয়ে ছিল। সে তার বাবা-মাকে বিষয়টি জানায়নি।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান বলেন, হলিক্রস স্কুলের নবম শ্রেণীর একজন ছাত্রী ছাদ থেকে পড়ে মারা গেছে। কী কারণে তার মৃত্যু হয়েছে এ বিষয়ে তদন্ত চলছে। বিষয়টি আত্মহত্যা নাকি অন্য কিছু তা ময়নাতদন্ত করলে জানা যাবে।