প্রচ্ছদ ›› জাতীয়

পহেলা বৈশাখ ও ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার: আইজিপি

নিজস্ব প্রতিবেদক
১০ এপ্রিল ২০২৩ ১৮:০৮:০৮ | আপডেট: ২ years আগে
পহেলা বৈশাখ ও ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার: আইজিপি

পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের মার্কেট, শপিংমল ও রাস্তাঘাটের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন।

সোমবার দুপুরে বসুন্ধরা শপিং মলে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কুশল বিনিময় শেষে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, আসন্ন ঈদ ও পহেলা বৈশাখ উপলক্ষে জনগণের নিরাপত্তায় পুলিশের সব ইউনিট একযোগে কাজ করছে। ঢাকা শহরের সব মার্কেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন স্তরে নিরাপত্তা বলয় সৃষ্টি করা হয়েছে। এছাড়া সহজে মার্কেটে চলাচলের জন্য সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পরিদর্শনকালে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক, বসুন্ধরা শপিং মল ও ঢাকা নিউ মার্কেট দোকান-মালিক সমিতির সভাপতিসহ অন্যান্য প্রতিনিধি এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।