প্রচ্ছদ ›› জাতীয়

পাগলা কুকুরের কামড়ে ১৭৫ ভেড়ার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২২ ১৮:৫৭:২৩ | আপডেট: ২ years আগে
পাগলা কুকুরের কামড়ে ১৭৫ ভেড়ার মৃত্যু

নোয়াখালীর কোম্পানীগঞ্জে পাগলা কুকুরের আক্রমণে মুছাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনের ১৭৫টি ভেড়া মারা গেছে। শুক্রবার রাত ৯টার দিকে কোম্পানীগঞ্জ-সোনাগাজী উপজেলার সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীনের খামারে ২৭৫টি ভেড়া ছিল। একজন কেয়ারটেকার ভেড়াগুলোর দেখাশোনা করতেন। গতকাল সন্ধ্যায় কেয়ারটেকার দোকানে চা খেতে গেলে এক পাল পাগলা কুকুর খামারে ঢুকে ভেড়াগুলোকে কামড় দেয়। তবে রাত হওয়ায় কতগুলো ভেড়া আক্রান্ত হয়েছিল তা শনাক্ত করা যায়নি। এরপর শনিবার পর্যন্ত ১৭৫টি ভেড়া মারা গেছে। এদের মধ্যে অধিকাংশ ভেড়া কয়েকদিনের মধ্যে বাচ্চা প্রসব করতো। 

সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম শাহীন বলেন, খামারের ১৭৫টি ভেড়া মারা গেছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে।

সোনাগাজী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুপন নন্দী বলেন, ‘বিষয়টি সকালে জেনেছি। এরপর ক্ষতিগ্রস্ত খামারির সঙ্গে যোগাযোগ হয়েছে। কুকুরের কামড়ের পাশাপাশি ভয়ে স্ট্রোকেও ভেড়া মারা যেতে পারে। তবে ক্ষতিগ্রস্ত খামারির প্রতি আমাদের সর্বাত্মক সহযোগিতা থাকবে।’