প্রচ্ছদ ›› জাতীয়

পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক: উশৈ সিং

নিজস্ব প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২২ ২১:১৯:৩০ | আপডেট: ২ years আগে
পার্বত্য চট্টগ্রামবাসীর প্রতি প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক: উশৈ সিং

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈ সিং বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সব ধরনের সহায়তা দিয়ে যাচ্ছেন।

শুক্রবার বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউনিয়নের বাগমারা বাজারে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘তিনি (প্রধানমন্ত্রী) পার্বত্য অঞ্চলের মানুষের কল্যাণে অত্যন্ত আন্তরিক।’

উশৈ সিং বলেন, প্রধানমন্ত্রী দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। দেশের জনগণের প্রতি তার অকৃত্রিম ভালোবাসা, সেবা প্রদানের আন্তরিকতা এবং সাহায্য করার নিরন্তর প্রবণতা দেশকে উন্নয়নের শীর্ষে নিয়ে যাচ্ছে।

মন্ত্রী দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন, ছাগল, কৃষি স্প্রে মেশিন এবং দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেন।

অনুদানের মধ্যে রয়েছে ২০টি ছাগল, ২০টি সেলাই মেশিন, ৩০টি স্প্রে মেশিন এবং শিক্ষা উপকরণ।