প্রচ্ছদ ›› জাতীয়

পালিত হচ্ছে ‘গ্লোবাল অ্যাকসেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে’

নিজস্ব প্রতিবেদক
১৯ মে ২০২২ ২২:০৫:১৭ | আপডেট: ১ year আগে
পালিত হচ্ছে ‘গ্লোবাল অ্যাকসেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে’

ডিজিটাল সেবা প্রতিবন্ধী ব্যক্তিদের ব্যবহার উপযোগী করতে প্রথমবারের মতো পালন করা হচ্ছে ‘গ্লোবাল অ্যাকসেসিবিলিটি অ্যাওয়ারনেস ডে’ বা বৈশ্বিক অভিগম্যতা সচেতনতা দিবস।

বৃহস্পতিবার দেশে প্রথমবারের মতো দিবসটি পালিত হচ্ছে। এ লক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করে সমাজকল্যাণ মন্ত্রণালয় ও আইসিটি বিভাগের বাস্তবায়নাধীন অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রকল্প।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, ইউএনডিপি প্রতিনিধি ভ্যান নুয়ান, হুইল চেয়ার ক্রিকেট দলের ক্যাপ্টেন মোহাম্মদ মহসিন এবং এটুআই প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বলেন, জাতিসংঘের প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সংক্রান্ত কনভেনশনের সাথে সামঞ্জস্যপূর্ণ প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ (অ্যাক্ট) প্রণয়ন করেছে বাংলাদেশ সরকার।

সকলের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য প্রতি বছর এই দিবসটি পালন করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

এটুআই পরিচালক বলেন, আমরা একটি স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বঙ্গবন্ধুর সমতার স্বপ্ন থেকে ই-সমতার স্বপ্নে যেতে চাই। যেখানে প্রতিটি নাগরিককে আইসিটি ইকোসিস্টেমের অন্তর্ভুক্ত করা হবে।

এছাড়াও প্রতিবন্ধী মানুষদের কাছে ডিজিটাল সেবা সহজবোধ্য করার জন্য বিসিসি-র ই-লার্নিং প্ল্যাটফর্ম ‘এমপোরিয়া’, এটুআই-এর মুক্তপথ এবং অনলাইন জব পোর্টাল বিডিজবসকে পুরস্কৃত করা হয়েছে।