প্রচ্ছদ ›› জাতীয়

পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: রেলমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২৩ ১৯:০৭:০২ | আপডেট: ২ years আগে
পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: রেলমন্ত্রী
রেলপথ মন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন (ফাইল ছবি)

রেলপথ মন্ত্রী মো.নূরুল ইসলাম সুজন বলেছেন, নবজাতক সন্তানরা পরিবার ও দেশের সম্পদ। এই সন্তানই আগামী দিনের সু-নাগরিক, ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ গঠনে সহায়ক হবে। এইজন্য সরকার মায়েদের মাতৃত্বকালীন ভাতা দিয়ে সুস্থ সবল সন্তান প্রসবে আর্থিক সহায়তা প্রদান করছে।

সোমবার সকালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অসহায় মহিলাদের মাঝে মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিলের অর্থ বিতরণ উপলক্ষে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠিদের স্বাবলম্বি করার জন্য সরকার নানা প্রকল্প গ্রহণ করেছে। তাদের আর্থিকভাবে সহায়তা প্রদান করা হচ্ছে। কারণ গ্রামের মানুষ যদি অর্থনৈতিকভাবে ভাল থাকে তাহলে দেশের অর্থনীতিও ভাল থাকবে। কৃষিক্ষেত্রে সরকার ভর্তুকি দিয়ে যেভাবে সহযোগীতা করেছে তাতে উৎপাদন বৃদ্ধি পেয়ে সাধারণ মানুষ আর্থিকভাবে সুবিধা পাচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার গোলাম ফেরদৌসের সভাপতিত্বে অনুদানের অর্থ বিতরণ সভায় আরও বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর মেয়র আবু বক্কর সিদ্দিক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোছা. সারাবন তহুরা।

সভায় মন্ত্রীর স্বেচ্ছাধীন তহবিল থেকে উপজেলার ১০০ জন অসহায় নারীর মাঝে ৫ লাখ টাকার অনুদানের অর্থ বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে মন্ত্রী উত্তরাঞ্চলের সীমান্তবর্তী ৮৬টি এলাকা ও চরাঞ্চলে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় দেবীগঞ্জ উপজেলার সাবেক ছিটমহলের ৩১ জন খামারির মাঝে ৯৩টি ভেড়া ও ৫১ জন খামারির মাঝে ১০২টি ছাগল বিনামূল্যে বিতরণ করেন।

এ সময় উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা নির্বাহী অফিসার (ইএনও) বহ্নি শিখা আশা, পৌর মেয়র আজাহার আলী ও কেন্দ্রীয় যুব লীগ নেতা কৌশিক নাহিয়ান নাবিদ উপস্থিত ছিলেন।