প্রচ্ছদ ›› জাতীয়

‘পিডিবিএফ-এর কার্যক্রম সমগ্র বাংলাদেশে বিস্তৃত হবে’

নিজস্ব প্রতিবেদক
১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০২:০৬ | আপডেট: ৩ মাস আগে
‘পিডিবিএফ-এর কার্যক্রম সমগ্র বাংলাদেশে বিস্তৃত হবে’
পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) কর্তৃক প্রস্তাবিত ‘‘পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প- ২য় পর্যায়’’ শীর্ষক প্রকল্পটি ১৩ ফেব্রুয়ারি অনুষ্ঠিত একনেক সভায় মোট:  ৫২৯.৬১ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে অনুমোদিত হয়েছে। প্রকল্পটি দেশের ৭টি বিভাগের ২৫টি জেলার ১৩৫টি উপজেলায় বাস্তবায়িত হবে। এর ফলে পিডিবিএফ এর কার্যক্রম সমগ্র বাংলাদেশে বিস্তৃতি লাভ করবে। 
 
২০১২ সালে পিডিবিএফ এর মূল কার্যক্রম এলাকা বহির্ভূত ১০০টি উপজেলায় “ পিডিবিএফ-এর কার্যক্রম সম্প্রসারণ (২য় সংশোধিত)” শীর্ষক প্রকল্পটি ৩৩৪২৯.২৪ লক্ষ টাকা প্রাক্কলিত ব্যয়ে অনুমোদিত হয় এবং প্রকল্পটি ২০১৮ সালের জুনে সফলভাবে সমাপ্ত হয়। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় পর্যায়ের প্রস্তাবিত প্রকল্পটি অনুমোদিত হলো।
 
এ উপলক্ষ্যে মঙ্গলবার পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মউদুদউর রশীদ সফদার-এর সভাপতিত্বে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে ২৭টি অঞ্চলের কর্মকর্তাগণ এবং পিডিবিএফ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা/ কর্মচারীগণের সমন্বয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পিডিবিএফ-এর ব্যবস্থাপনা পরিচালক প্রধানমন্ত্রী-কে পিডিডিবিএফ-এর সকল সহকর্মী, সুফলভোগীবর্গ এবং অংশীজনদের পক্ষ হতে প্রকল্পটি অনুমোদনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর রূপকল্প ২০২১-এর আবহে ক্রমে ক্রমে উন্নয়নের সোপানে উত্তরণ এবং রূপকল্প ২০৪১ অভিমুখী গতিধারায় সমৃদ্ধি অর্জনের লক্ষ্য সামনে রেখে পিডিবিএফ প্রতিশ্রুত ভূমিকা পালন করে যাচ্ছে।’
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পল্লী উন্নয়নের বহুমাত্রিক লক্ষ্য নিয়ে ১৯৭২ সনে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) সৃষ্টি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিডিবিএফ প্রতিষ্ঠা করেন। এ প্রতিষ্ঠানটি পল্লীর বিত্তহীন ও অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর দারিদ্র্য বিমোচনের ম্যান্ডেট নিয়ে প্রতিষ্ঠিত। গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন, দারিদ্র্য বিমোচন, দুঃস্থ ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অর্থনৈতিক ও সামাজিক অগ্রগতি এবং নারী-পুরুষ সমতা বিধানের উদ্দেশ্যে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন আইন, ১৯৯৯ এর মাধ্যমে (১৯৯৯ সনের ২৩নং আইন) পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অধিভুক্ত একটি স্ব-শাসিত, স্বনির্ভর ও অমুনাফা-প্রত্যাশী, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান হিসেবে ১৯৯৯ সালে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এর কার্যক্রম সূচিত হয়।
 
গত দু’দশকে পিডিবিএফ পল্লীর হতদরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে সংহতি দল গঠনের মাধ্যমে সামাজিক বিনির্মাণ, নারী ও পুরুষের মধ্যে সমতা বিধান, ঋণ ও প্রশিক্ষণ প্রদানর মাধ্যমে সক্ষমতা ও আয় বৃদ্ধি, সঞ্চয় আহরণ ও নবসম্পদ সৃষ্টিতে এক নতুন মাত্রা যুক্ত করেছে এবং ক্রমে ক্রমে এ প্রতিষ্ঠান পল্লী উন্নয়নের ক্ষেত্রে একটি অগ্রগণ্য প্রতিষ্ঠান হিসেবে আবির্ভূত হয়েছে।