প্রচ্ছদ ›› জাতীয়

পীরগঞ্জে কবর খুড়ে ২১ কঙ্কাল চুরি!

নিজস্ব প্রতিবেদক
৩১ জুলাই ২০২২ ১৫:৩২:২১ | আপডেট: ৩ years আগে
পীরগঞ্জে কবর খুড়ে ২১ কঙ্কাল চুরি!

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌর শহরের ঐতিহাসিক পীরডাঙ্গী গোরস্তানের ২১টি পুরাতন কবর খুঁড়ে রাতের আঁধারে দুর্বৃত্তরা ২১টি কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা।

শনিবার রাতে শেখ সমসের আলী নামের এক ব্যক্তি বাদী হয়ে অজ্ঞাতনামা দুষ্কৃতকারীদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বিদ্যুৎ কুমার চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

এ দিন দুপুরে ঘটনাস্থ পরিদর্শন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান ও পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্থানীয়দের।

বিদ্যুৎ কুমার জানান, একটি চক্র রাতে পীরডাঙ্গী গোরস্তান থেকে পুরোনো কবর খুড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে এমন অভিযোগে থানায় মামলা হয়েছে। এ বিষয়ে অনুসন্ধান চলছে। তবে এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

শেখ সমসের আলী জানান, প্রায় এক বছর আগে তার মা মারা যান। তাকে পীরডাঙ্গী গোরস্তানে দাফন করা হয়। তার মায়ের কবরসহ অন্যান্যদের কবর খুড়ে রাতে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা।