প্রচ্ছদ ›› জাতীয়

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বীমা সুবিধা দেয়া হবে

নিজস্ব প্রতিবেদক
৩০ জানুয়ারি ২০২৩ ১৪:৪৫:১৬ | আপডেট: ১ year আগে
পুঁজিবাজারে বিনিয়োগকারীদের বীমা সুবিধা দেয়া হবে
সিএমএসএফ চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান

ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) চেয়ারম্যান মোঃ নজিবুর রহমান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সুরক্ষায় বীমা সুবিধা দেওয়ার লক্ষ্যে কাজ শুরু হয়েছে। আমরা আশাবাদী যে বীমা দিবসের আগেই বিনিয়োগকারীদের সুরক্ষায় এটি কার্যকর করতে পারব।

১ লা মার্চ বীমা দিবসকে সামনে রেখে বিনিয়োগকারীদের সুরক্ষা প্রদানের লক্ষ্যে ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) এর ম্যানেজমেন্ট অফিসে “ সিএমএসএফ-এসবিসি ব্রেনস্টর্মি সেশন ওন ইনভেস্টরস প্রটেকশন ফ্রেমওর্য়াক” শীর্ষক একটি আলোচনা সভায় তিনি এসব বলেন।

মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত উক্ত অনুষ্ঠানে গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ বেলাল হোসেন, ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব), সাধারন বীমা কর্পোরেশন (এসবিসি)। এছাড়াও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) এর যুগ্মসচিব ডঃ নাহিদ হোসেন উপস্থিত ছিলেন।

উক্ত অনুষ্ঠানে বীমা সুবিধা প্রদানের লক্ষ্যে সৈয়দ বেলাল হোসেন একটি উপস্থাপনা দেন। যাতে তিনি আলোচ্য বীমার ধরন, নীতি, প্রিমিয়াম এসব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। অনুষ্ঠানের সিএমএসএফ এর বোর্ড অফ গভর্নরস (বিওজি) সদস্যগণ, কমিটি চেয়ারম্যান মহোদয় এবং সদস্যবৃন্দ ছাড়াও ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) , চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই), সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড (সিডিবিএল) এর প্রতিনিধিবর্গ উপস্থিত ছিলেন।