প্রচ্ছদ ›› জাতীয়

পুকুরে ডুবে প্রাণ গেল ৩ স্কুলছাত্রীর

নিজস্ব প্রতিবেদক
২৫ জুন ২০২৩ ১৮:১২:০২ | আপডেট: ২ years আগে
পুকুরে ডুবে প্রাণ গেল ৩ স্কুলছাত্রীর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

তারা হলেন- রূপগঞ্জ উপজেলার তারাব পৌরসভার গন্ধব্যপুর এলাকার রুকন উদ্দিনের মেয়ে আফসানা আক্তার মারিয়া, নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার এলাকার সালাম মিয়ার মেয়ে সুবর্না আক্তার, হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার রোমান মিয়ার মেয়ে মারিয়া।

রোববার দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাও এলাকায় এ ঘটনা ঘটে।

তারা উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাও এলাকার আক্তার মিয়া ও সোমা বেগমের বাড়ির ভাড়াটিয়া। হোরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী ছিলেন তারা।

ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান বলেন, দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের হোরগাও এলাকার একটি পুকুরে তিন স্কুলছাত্রী গোসল করতে যায়। তাদের কেউ সাঁতার না জানায় পুকুরের পানিতে ডুবে যায়। এলাকাবাসী তাদের উদ্ধার করে ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।