প্রচ্ছদ ›› জাতীয়

পুরান ঢাকার জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
১৫ ডিসেম্বর ২০২২ ২১:১২:১৪ | আপডেট: ২ years আগে
পুরান ঢাকার জুতার গুদামের আগুন নিয়ন্ত্রণে

পুরান ঢাকার আলুবাজারের একটি জুতার গুদামে লাগা আগুন বৃহস্পতিবার সন্ধ্যায় নিয়ন্ত্রণে এসেছে। এর আগে এদিন বিকাল ৫টার দিকে পাঁচতলা ভবনটির চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরের (গণমাধ্যম শাখা) গুদাম পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট বিকাল ৫টা ৩৫মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের সূত্রপাতের কারণ সম্পর্কে এখনও জানা যায়নি বলেও জানান তিনি।