নিউ সুপার মার্কেটের ৩ তলার একাংশে লাগা আগুন গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট কাজ করছে। শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সবশেষ সকাল ৯টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নিউ সুপার মার্কেটের তৃতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হলেও আগুন মার্কেটের একপাশে ছিল। প্রায় দুই ঘণ্টা জ্বলতে থাকা আগুন তৃতীয় তোলার গোটা ফ্লোরে ছড়িয়ে পড়েছে। দ্বিতীয় তলায় প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।
এদিকে ব্যবসায়ীরা মার্কেটের প্রথম তলার দোকানগুলো থেকে ঝুঁকি নিয়ে মালামাল বের করে আনছেন। তারা জানান, মার্কেটটিতে ছেলেদের গেঞ্জি, ফুল ও হাফ প্যান্ট, ট্রাউজার, শার্ট ও মেয়েদের টপসসহ নানা ধরনের পোশাক বিক্রি করা হতো। ঈদ উপলক্ষে অতিরিক্ত মাল মজুদ করেছিলেন তারা। তাই বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে তারা জীবনের ঝুঁকি নিয়েই মালামাল সরিয়ে নিচ্ছেন।
ঈদুল ফিতর উপলক্ষে নিউ মার্কেটসহ রাজধানীর সবগুলো মার্কেটই জমজমাট। মধ্যরাত পর্যন্ত চলে বেচাকেনা। তেমনি নিউ মার্কেটের ব্যবসায়ীরাও মধ্যরাত পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন। সেহেরি খেয়ে যখনই ঘুমাতে যাবেন ঠিক তখনই খবর আসে আগুনের।
অনেকে বলছেন, দোকানের মালামালের সঙ্গে সারাদিনের বেচাকেনার সব টাকা ক্যাশ বাক্সে রয়েছে। তাদের সবকিছু শেষ হয়ে গেল। ঈদের আগে আগে এরকম আগুন একেবারে পথে বসিয়ে দিয়েছে ব্যবসায়ীদের।
শনিবার ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। এরপর একে একে ফায়ার সর্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ব্যবসায়ীরা। মার্কেটের সামনে তাদের আহাজারি করতে দেখা যায়। ব্যবসায়ীদের কেউ কেউ নিজেদের দোকান থেকে অক্ষত মালামাল বের করে আনার চেষ্টা করছেন।
এদিকে আগুনের তাপে এসি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এমন পরিস্থিতিতে নিরাপত্তার জন্য ব্যবসায়ীদের মার্কেটের ভেতর প্রবেশ করতে দিচ্ছে না ফায়ার সার্ভিসের কর্মীরা।