ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) দেওয়ান লালন আহমেদ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৩ বছর।
বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা পুলিশ লাইনস হাসপাতালে তার মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ পুলিশের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) মোঃ কামরুজ্জামান বিপিএম।
দেওয়ান লালন আহমেদ একজন গীতিকার ছিলেন। সেই সঙ্গে পুলিশ সুপারের দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন তিনি।
তার গ্রামের বাড়ি টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ছাঁওয়ালী গ্রামে। তার পিতার নাম মরহুম মোঃ নুরুল ইসলাম এবং মাতা মরহুমা রওশন আরা বেগম।
দেওয়ান লালন আহমেদ ১৯৭৯ সালের ৫ ডিসেম্বর টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন। লেখাপড়া করেছেন ঠাকুরগাঁও সুগার মিলস হাই স্কুল, নটরডেম কলেজ এবং জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় সরকার ও রাজনীতি বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
এরপর ২৪তম বিসিএস (পুলিশ) ব্যাচে ২০০৫ সালের ০২ জুলাই সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তিনি এ বছরের জুলাই মাসের ৭ তারিখে ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় যোগদান করেন।
তার নামাজে জানাজা আজ বাদ আসর রাজারবাগ পুলিশ লাইন্সে এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবং আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।
তার মৃত্যুতে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, ‘দেওয়ান লালন আহমেদ একজন প্রতিভাবান কর্মকর্তা ছিলেন। তার মৃত্যুতে আমরা একজন দক্ষ কর্মকর্তাকে হারালাম।’