প্রচ্ছদ ›› জাতীয়

পুষ্টি সুশাসন বিষয়ে ফেলোশিপ পেলেন বিজনেস পোস্টের রোকন

নিজস্ব প্রতিবেদক
১৮ এপ্রিল ২০২৩ ১৫:২৫:৪৯ | আপডেট: ২ years আগে
পুষ্টি সুশাসন বিষয়ে ফেলোশিপ পেলেন বিজনেস পোস্টের রোকন

পুষ্টি সুশাসন বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ফেলোশিপ পেয়েছেন দ্যা বিজনেস পোস্টের রিপোর্টার রোকন উদ্দীন (মাহমুদ) সহ ১০ জন গণমাধ্যম কর্মী।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে আয়োজিত এক অনুষ্ঠানে ফেলোশিপ প্রাপ্তদের মধ্যে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের নেতৃত্বে পরিচালিত ‘কালেক্টিভ রেস্পন্সিবিলিটি, অ্যাকশন অ্যান্ড অ্যাকাউন্টিবিলিটি ফর ইমপ্রুভড নিউট্রিশন’ প্রকল্পের আওতায় এ ফেলোশিপ প্রদান করা হয়। এতে বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ (বিএনএনসি) কৌশলগত সহযোগিতা প্রদান করে।

কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর মনীষ কুমার আগারওয়ালের সভাপতিত্বে ও সমষ্টি’র পরিচালক মীর মাসরুর জামানের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে অংশ নেন গণমাধ্যমের নীতি-নির্ধারণী ও সম্পাদকীয় পর্যায়ের ব্যক্তিবর্গ এবং উন্নয়ন ব্যক্তিত্বরা।

পুষ্টি সুশাসন বিষয়ে সার্টিফিকেটপ্রাপ্ত সাংবাদিকদের মধ্যে দ্য বিজনেস পোস্টের রোকন উদ্দীন ছাড়া অন্যরা হলেন- সমকালের জাহীদুর রহমান, চ্যানেল২৪ এর জিনিয়া কবীর সূচনা, বাংলাদেশ প্রতিদিনের জয়শ্রী ভাদুড়ী, একাত্তর টিভির ডলার মেহেদী, সময় টিভির রাশেদ বাপ্পী, চ্যানেল আইয়ের জহীর মুন্না, যমুনা টিভির ইয়ামীন আলী (বাগেরহাট) এবং আজকের পত্রিকার এস এস সোহান (বাগেরহাট)।

অনুষ্ঠানে স্থায়ীত্বশীল উন্নয়নের লক্ষ্যে পৌঁছাতে পুষ্টি সুশাসন নিশ্চিত করার ওপর জোর দিয়েছেন সিনিয়র সাংবাদিক ও পুষ্টিবিদসহ বিশিষ্টজনরা। তারা বলেছেন, এ বিষয়ে গণমাধ্যমের আরও কার্যকর ভূমিকা পালন করা জরুরি।

বক্তারা বলেন, পুষ্টি সুশাসন মূলত সামগ্রিক পুষ্টিব্যবস্থার নীতি ও কৌশলগত দিকের সঙ্গে যুক্ত। এগুলোর আলোকে বিভিন্ন মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কর্মসূচি রয়েছে। এসব কর্মসূচির সুফল মানুষের কাছে কতটা পৌঁছাচ্ছে, কর্মসূচির চ্যালেঞ্জগুলো কী কী তা নিয়ে গণমাধ্যমের নিবিড়ভাবে কাজ করার সুযোগ রয়েছে। পাশাপাশি পুষ্টিবিষয়ক ধারণাগুলোর প্রসারেও গণমাধ্যম অগ্রণী ভূমিকা রাখতে পারে।

এছাড়াও পুষ্টি সুশাসনের বিভিন্ন দিক নিয়ে বক্তব্য দেন ইউরোপীয় ইউনিয়নের রেজিলিয়েন্ট লাইভলিহুড কার্যক্রমের প্রোগ্রাম ম্যানেজার মেহের নিগার ভুইঞাঁ এবং কনসার্ন ওয়ার্ল্ডওয়াইডের ইমরানুল হক। অনুষ্ঠানে পুষ্টি সুশাসনে সাংবাদিকতা নিয়ে প্রশিক্ষণ মডিউলের মোড়ক উন্মোচন করা হয়।