স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে আমরা অঙ্গীকারবদ্ধ। সরকার ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে কাজ করছে।
তিনি আরও বলেন, এই দুই লক্ষ্য অর্জনে সঠিক বর্জ্য ব্যবস্থাপনার কোনো বিকল্প নেই। সেজন্য পৌরসভা পর্যায়ে পরিবেশবান্ধব পয়ঃবর্জ্য ব্যবস্থাপনা এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অপরিহার্য।
বৃহস্পতিবার তিনি এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ এবং দৈনিক ভোরের কাগজ যৌথভাবে আয়োজিত রাজধানীর সিরডাপ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘সিটি স্যানিটেশন অ্যান্ড ফিকাল স্লাজ ম্যানেজমেন্ট লার্নিং শেয়ারিং’ শীর্ষক এক জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
স্থানীয় সরকার মন্ত্রী এ সময় বলেন, ‘দেশের উন্নতির সঙ্গে সঙ্গে পয়ঃবর্জ্য থেকে শুরু করে নানা ধরনের বর্জ্য উৎপন্ন হচ্ছে, যার সঠিক ব্যবস্থাপনা করা না গেলে এসডিজি লক্ষ্যমাত্রা যেরকম পূরণ করা যাবে না তেমনি উন্নত ও স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমাদের অধরা থেকে যাবে।’
এ সময় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উদ্যোগে বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘এ ধরনের প্রকল্পগুলো আমাদের পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখার সঙ্গে সঙ্গে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে সহায়তা করবে।’