প্রচ্ছদ ›› জাতীয়

‘প্যালেস্টাইন-ইসরাইল দ্বন্দ্বের উৎস অনুসন্ধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
১৪ অক্টোবর ২০২২ ১০:৫৩:১৫ | আপডেট: ২ years আগে
‘প্যালেস্টাইন-ইসরাইল দ্বন্দ্বের উৎস অনুসন্ধান’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

প্যালেস্টাইন-ইসরাইল দ্বন্দ্বের উৎস অনুসন্ধান- শিরোনামে যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের ইতিহাস বিভাগে সেমিনার করা হয়েছে।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় বিভাগের মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মর্জিনা আক্তার। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক খোন্দকার হাফিজুল ইসলাম।

মূল প্রবন্ধে বলা হয়েছে- ফিলিস্তিনি ভূখণ্ড দিনে দিনে দখলের মাধ্যমে প্যালেস্টাইনকে এক অবরুদ্ধ অঞ্চলে পরিণত করেছে ইসরাইল। বিশ্বের পরাশক্তি দেশগুলো ন্যায়বোধ, সুষ্ঠু ও ঐতিহাসিক সত্যকে গ্রহণ করে প্যালেস্টাইন ও ইসরাইলের মধ্যে দ্বন্দ্ব নিরসনে এগিয়ে আসেনি। বরং লক্ষ অর্জনে যে দল (খ্রিস্টান, ইহুদি ও মুসলমান) যখন সুসংগঠিত হয়েছে এবং বৃহৎ শক্তির ওপর প্রভাব বিস্তার করতে পেরেছে তখন সে দল সফল হয়েছে। তবে মানবতা ও ন্যায়নীতি উপেক্ষিত হয়েছে।

ইতিহাস বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে প্রবন্ধ বিষয়ে আলোচনা করেন বিভাগের সহকারী অধ্যাপক মো. শাহ্জাহান কবীর ও মো. সুজন মিয়া। স্বাগত বক্তব্য দেন বিভাগের সহকারী অধ্যাপক মনিরুজ্জামান। শুভেচ্ছা বক্তব্য রাখেন সাংবাদিক মনিরুল ইসলাম। উন্মুক্ত আলোচনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন কামরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস বিভাগের শিক্ষার্থী স্বপ্না খাতুন ও জান্নাতুল ফেরদৌস।

প্রবন্ধ উপস্থাপনের আগে স্মার্ট শ্রেণিকক্ষ ও বিভাগের ৪টি ক্লাবের উদ্বোধন করেন প্রধান অতিথি অধ্যক্ষ মর্জিনা আক্তার। ক্লাব ৪টি হলো- ইতিহাস ক্লাব, ইতিহাস বিতর্ক সংসদ, ইতিহাস কুইজ ক্লাব ও গ্রিন ক্লাব।

আয়োজকেরা বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি বহুমাত্রিক জ্ঞানচর্চা, ক্রীড়া ও সংস্কৃতি, দক্ষতা উন্নয়ন, টেকসই উন্নয়ন অভীক্ষা অর্জন তথা চতুর্থ শিল্প বিল্পবের চ্যালেঞ্জ মোকাবিলাসহ সহপাঠ্য এবং সহশিক্ষা কার্যক্রম ত্বরান্বিত করার প্রদীপ্ত অভিপ্রায়ে পাঠ্যসূচির বাইরেও ভূমিকা রাখবে ক্লাবসমূহ।