দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে সশস্ত্র বাহিনী ও প্রতিরক্ষা খাতে ২০২২-২৩ অর্থবছরের তুলনায় বাজেটে ৫ হাজার ৪৪৫ কোটি টাকার বরাদ্দ বাড়ানো হয়েছে। ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৪২ হাজার ৯৫ কোটি টাকা। যা মোট বাজেটের ৫ দশমিক ৫৩ শতাংশ।
বৃহস্পতিবার বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাজেট পেশ করেন। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন।
২০২২-২৩ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৪০ হাজার ৩৬০ কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছিল। পরে সংশোধিত আকারে দাঁড়ায় ৩৬ হাজার ৬৫০ কোটি টাকা। ২০২১-২২ অর্থবছরে প্রতিরক্ষা খাতে ৩৭ হাজার ২৮০ কোটি টাকা বরাদ্দ দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। এবার প্রতিরক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের ৫ দশমিক ৫৩ শতাংশ।