প্রচ্ছদ ›› জাতীয়

প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের আমা দাবলাম চূড়ায় বাবর

নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২২ ১৮:২২:০৯ | আপডেট: ২ years আগে
প্রথম বাংলাদেশি হিসেবে হিমালয়ের আমা দাবলাম চূড়ায় বাবর
সংগৃহীত

মায়ের গলার হার খ্যাত নেপালের পর্বত আমা দাব্লাম। হিমালয়ের ২২ হাজার ৩৪৯ ফুট উচ্চতার এ পর্বতের চূড়ায় বাংলাদেশের পতাকা উড়িয়েছেন চট্টগ্রামের তরুণ মো. বাবর আলী।

মঙ্গলবার প্রথম বাংলাদেশি হিসেবে নেপালের ওই পর্বত চূড়ায় ওঠেন তিনি। নিজস্ব অর্থায়নেই এ অভিযান পরিচালনা করেছেন বাবর আলী নিজেই।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের সমন্বয়ক ফারহান জামান।

আমা দাব্লামে অভিজ্ঞতা নিয়ে বাবর বলেন, "এটা সত্যিকার অর্থেই পর্বতারোহীদের পর্বত"।

চট্টগ্রামের তরুণ বাবর আলী পেশায় একজন ডাক্তার হলেও একজন পাহাড় প্রেমী হিসেবেই নিজেকে পরিচয় দিতে ভালোবাসেন। ২০১৪ সালে প্রতিষ্ঠিত দেশের শীর্ষস্থানীয় পর্বতারোহণ ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্স এর অন্যতম প্রতিষ্ঠাতা ও বর্তমান কার্যকরী কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বরত আছেন বাবর।

বাবরের প্রথম হিমালয় যাত্রা শুরু হয়েছিল ২০১৪ সালে। ওই অভিযানে হিমালয়ের ৫ হাজার মিটার উচ্চতার এক পর্বতের চূড়ায় উঠেছিলেন। এর আগে প্লাস্টিকের ব্যাপারে সচেতনতা তৈরিতে ৬৪ দিনে দেশের ৬৪ জেলা পায়ে হেঁটে বেড়িয়েছিলেন।

আমা দাব্লাম পর্বতটি খাড়া রিজ ও ঢালু দেয়ালের জন্য অনেকেই একে ডাকেন 'হিমালয়ের ম্যাটাহর্ণ' নামে। এই পর্বত এতোই সমীহের যে এর ছবি দেখা যায় নেপালের এক রুপির ব্যাংক নোটে।