প্রচ্ছদ ›› জাতীয়

প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলে ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২৮ ডিসেম্বর ২০২২ ১৪:০৬:৪৫ | আপডেট: ২ years আগে
প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলে ভ্রমণ করলেন প্রধানমন্ত্রী
মেট্রোরেলে ভ্রমণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রীকে বহনকারী মেট্রোরেলটি যাত্রা শুরু করেছে। বুধবার বেলা ১টা ৫৩ মিনিটে উত্তরা দিয়াবাড়ি স্টেশন থেকে যাত্রা শুরু করে ট্রেনটি। প্রথম যাত্রী হিসেবে টিকিট কেটে মেট্রোরেলে ভ্রমণ করছেন প্রধানমন্ত্রী।

এর আগে বহুল প্রতীক্ষিত মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবুজ পতাকা উড়িয়ে সংকেত দিলে যাত্রা শুরু করে মেট্রোরেল।

বুধবার ১টা ৪০ মিনিটে দিয়াবাড়ি স্টেশন থেকে আগারগাঁও এর উদ্দেশে যাত্রা শুরু করে প্রথম মেট্রোরেল।

শীতাতপ নিয়ন্ত্রিত মেট্রোরেলে মাত্র ১০ মিনিট ১০ সেকেন্ডে উত্তরা থেকে আগারগাঁওয়ে আসতে পারবে যাত্রীরা। তবে প্রথমদিকে মেট্রোরেল চলবে সীমিত পরিসরে, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। মাঝপথে কোথাও থামবে না। প্রথমদিকে ১০ মিনিট পরপর ট্রেন চলবে। আপাতত প্রতি মঙ্গলবার বন্ধ থাকবে মেট্রোরেল।

মেট্রোরেলে যাতায়াতে যাত্রীদের জন্য দুই ধরনের টিকেটের ব্যবস্থা রাখা হয়েছে। একটি দীর্ঘ মেয়াদে ব্যবহারের এমআরটি পাস, অন্যটি দিয়ে চড়া যাবে একবার। মেট্রোরেল স্টেশনের কাউন্টার থেকে নির্দিষ্ট জামানত দিলে মিলবে এমআরটি পাস।

আর একবারের যাত্রার (সিঙ্গেল জার্নি) জন্য টিকেট মিলবে স্টেশনে থাকা কাউন্টার এবং পাশের স্বয়ংক্রিয় ‘টিকেট মেশিন’থেকে। যাত্রা শেষে নির্ধারিত মেশিনে টিকেট কার্ডটি ফেরত দিলে তবেই স্টেশন থেকে বের হতে পারবেন যাত্রীরা।