প্রচ্ছদ ›› জাতীয়

প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৪ জুলাই ২০২২ ১৫:১৫:৩৪ | আপডেট: ৩ years আগে
প্রধানমন্ত্রীর জন্য আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৭৫০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

বৃহস্পতিবার বেলা পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এ উপহারগুলো হস্তান্তর করা হয়। ১০০টি কার্টনে ভরা এসব আনারস গ্রহণ করেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশনের অ্যাটাচে (ভিসা) মনিষ সিং।

তিনি বলেন, আনারসগুলো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পাঠিয়েছেন। এগুলো হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেয়া হবে।

এর আগে গত ২০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৮০০ কেজি আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।