প্রচ্ছদ ›› জাতীয়

প্রধানমন্ত্রীর পরিবহন পুলে জ্বালানির ব্যবহার কমেছে

বাসস
১৪ সেপ্টেম্বর ২০২২ ১৫:৫৮:২৮ | আপডেট: ২ years আগে
প্রধানমন্ত্রীর পরিবহন পুলে জ্বালানির ব্যবহার কমেছে

গত কয়েক মাসের তুলনায় আগস্টে প্রধানমন্ত্রীর পরিবহন পুলের পেট্রোলের ব্যবহার কমেছে। সরকারের কঠোর সাশ্রয়ী পদক্ষেপের অংশ হিসেবে এমন দৃশ্য দেখা যায়।

প্রধানমন্ত্রীর পরিবহন পুলের পেট্রোল ব্যবহারের তুলনামূলক বিশ্লেষণে দেখা গেছে, জুন মাসের তুলনায় আগস্টে জ্বালানি ব্যবহার ১৫ দশমিক ৮৫ শতাংশ (৬৫৬১ লিটার) এবং জুলাই মাসে ১০ দশমিক ৬৩ শতাংশ কমেছে।

প্রধানমন্ত্রীর পরিবহন পুলের পেট্রোল ব্যবহারের তুলনামূলক বিশ্লেষণে এ তথ্য জানা যায়।

এপ্রিলে অকটেনের ব্যবহার ছিল ২৯,৫৭৯ লিটার, মে মাসে ২৮,৯১৮, জুনে ৩০,২৮৬, জুলাইয়ে ২৬,৩০২ এবং আগস্টে ২৫,৫২৫ লিটার।

ডিজেল খরচ এপ্রিল মাসে ১০,৮১১ লিটার, মে মাসে ১১,৩৫৯, জুন ১১,১১৬, জুলাই ১০,৭০০ এবং আগস্টে ৯,৩১৬ লিটার।

অকটেন এবং ডিজেলের মোট ব্যবহার ছিল এপ্রিলে ৪০,৩৯০ লিটার, মে মাসে ৪০,২৭৭, জুনে ৪১,৪০২, জুলাই মাসে ৩৭,০০২ এবং আগস্টে ৩৪,৮৪১ লিটার।