প্রচ্ছদ ›› জাতীয়

প্রাইভেটকারে মিললো নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ

নিজস্ব প্রতিবেদক
১৮ আগস্ট ২০২২ ১১:২৭:৩৭ | আপডেট: ৩ years আগে
প্রাইভেটকারে মিললো নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ
জিয়াউর রহমান মামুন ও তার স্ত্রী মাহমুদা আক্তার জলি | সংগৃহীত ছবি

গাজীপুরে প্রাইভেটকারের ভেতর থেকে নিখোঁজ শিক্ষক দম্পতির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহতরা হলেন- শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিয়াউর রহমান মামুন ও তা স্ত্রী আমজাদ আলী সরকার পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মাহমুদা আক্তার জলি।

বৃহস্পতিবার গাজীপুরের গাছা থানার বড়বাড়ির বগারটেক এলাকায় নিজেদের প্রাইভেটকার থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, বুধবার বিকেলে জিয়াউর রহমান স্ত্রীকে নিয়ে স্কুল থেকে বের হন। সন্ধ্যায় তাদের ছেলে মেরাজের সঙ্গে সর্বশেষ কথা হয়। এরপর থেকে তাদের মোবাইল বন্ধ পাওয়া যায়। রাতে তারা বাসায় ফিরে না আসায় বিভিন্ন জায়গায় খোঁজ করা হয়। পরে তাদের নিখোঁজের বিষয়টি গাছা থানায় জানানো হয়।

বৃহস্পতিবার সকালে গাছা থানার বগারটেক এলাকায় প্রাইভেটকারে তাদের অচেতন অবস্থায় পাওয়া যায়। তাদের উত্তরার একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে গাছা থানায় নিয়ে আসে।

গাছা থানার ওসি নন্দলাল ঘোষ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।