প্রচ্ছদ ›› জাতীয়

প্রাকৃতিক ও মানবসৃষ্ট সব দুর্যোগ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
২০ আগস্ট ২০২৩ ১৫:৫৮:৫০ | আপডেট: ১ year আগে
প্রাকৃতিক ও মানবসৃষ্ট সব দুর্যোগ মোকাবিলা করে এগিয়ে যাচ্ছে দেশ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ২০০৯ সাল থেকে প্রাকৃতিক ও মানবসৃষ্ট সব দুর্যোগ মোকাবিলা করে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

এখানে টানা ২০০৯ সাল থেকে একটি গণতান্ত্রিক সরকার রয়েছে। দেশে স্থিতিশীলতা প্রাকৃতিক দুর্যোগ, মানবসৃষ্ট দুর্যোগ,অগ্নিসংযোগসহ সহিংসতার মতো অনেক কিছু মোকাবিলা করেও বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।

রোববার (২০ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন ভবন ও তথ্য কমিশন ভবন নামে নবনির্মিত দু’টি বহুতল অফিস ভবন উদ্বোধনকালে এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে ১৫ তলা বিটিআরসি ভবন ও ১৩ তলা তথ্য কমিশন ভবন উদ্বোধন করেন।

এ ছাড়া শেখ হাসিনা রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের জন্য একটি বহুতল নতুন কমপ্লেক্স নির্মাণের জন্য বিএফডিসি কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন।

বাংলাদেশ আওয়ামী লীগকে ভোট দিয়ে সেবা করার সুযোগ করে দেওয়ায় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এক একর জমিতে বিটিআরসি ভবন এবং শূন্য দশমিক ৩৫ একর জমিতে তথ্য কমিশন ভবন নির্মাণ করা হয়।

এ সময় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোহাম্মদ সালাহউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এবং ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।