প্রচ্ছদ ›› জাতীয়

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

নিজস্ব প্রতিবেদক
১৭ ডিসেম্বর ২০২৩ ১০:২৫:৫৯ | আপডেট: ১ year আগে
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ। বৈধ প্রার্থীরা রবিবার বিকাল ৪টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে আবেদন করে তাদের প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন।

এরপর সোমবার চূড়ান্ত প্রার্থীদের প্রতীক বরাদ্দা দেওয়া হবে।

আজ রাজনৈতিক দলগুলোকেও রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়ে তাদের চূড়ান্ত প্রার্থীর নাম জানিয়ে দিতে হবে। কোনো দল তার দলীয় প্রতীক, জোটভুক্ত কোনো দলের প্রার্থীর অনুকূলে বরাদ্দ দিতে চাইলে সেটিও জানাতে হবে।

সোমবার রিটার্নিং কর্মকর্তারা চূড়ান্ত প্রার্থীদের অনুকূলে প্রতীক বরাদ্দ দেওয়ার পরে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণায় শুরু করতে পারবেন প্রার্থীরা।

উল্লেখ্য, ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৩০০ সংসদীয় আসনের চূড়ান্ত ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ১০৩টি। এসব কেন্দ্রে ভোটকক্ষ থাকবে ২ লাখ ৬১ হাজার ৯১২টি। আসনভিত্তিক ভোটার তালিকা অনুযায়ী দেশে মোট ভোটার এখন ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। তাদের মধ্যে ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন পুরুষ, ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন নারী এবং ৮৫২ জন তৃতীয় লিঙ্গ।