প্রচ্ছদ ›› জাতীয়

ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলারের চালক নিহত

নিজস্ব প্রতিবেদক
২৮ জানুয়ারি ২০২৩ ১১:৪০:৩৩ | আপডেট: ১ year আগে
ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলারের চালক নিহত

নারায়ণগঞ্জের ফতুল্লার লঞ্চঘাটে বুড়িগঙ্গা নদীতে পটুয়াখালীগামী এমভি প্রিন্স কামাল-১ নামক একটি লঞ্চের ধাক্কায় ট্রলার ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা চালক নিহত হয় বলে জানা যায়।

শুক্রবার রাত আটটার দিকে বুড়িগঙ্গা নদীর ফতুল্লা লঞ্চঘাট এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত ট্রলারচালক মনির কেরানীগঞ্জ থানার কান্দাপাড়ার আলী আকবর ফকিরের পুত্র বলে জানা গেছে। নিহত মনির নিজেই ট্রলারের চালক ও মালিক।

খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান ফতুল্লা মডেল থানা পুলিশ, নৌ-ফাঁড়ি পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা বিসিকস্থ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সুমন জানান, তিনি এসে জানতে পারেন যে এমভি প্রিন্স কামাল-১ নামক পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী লঞ্চ ফতুল্লা খেয়াঘাটে থাকা ট্রলারের উপর সজোরে ধাক্কা দেয়। এতে ট্রলারে থাকা মনির নামক এক ব্যক্তি লঞ্চ ও ট্রলারের নীচে তলিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাগলা নৌ-ফাঁড়ির উপপরিদর্শক ইয়ার আলী জানান, ট্রলার দুর্ঘটনায় মনির নামক একজন মারা গেছে। লঞ্চটিকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পুলিশ লঞ্চের সারেংকে (কর্ণধার) জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।