প্রচ্ছদ ›› জাতীয়

ফরিদপুরে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
২২ মার্চ ২০২৩ ২০:৪৮:১০ | আপডেট: ২ years আগে
ফরিদপুরে বাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

ফরিদপুরের নগরকান্দা উপজেলার কাইল্লার মোড় এলাকায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও তিনজন যাত্রী। হতাহতরা সবাই ইজিবাইকের যাত্রী। পরে হতাহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাশ্ববর্তী ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুরে পাঠানো হয়েছে।

নিহতরা হলেন-জেলার সালথা উপজেলার তুগুলদিয়া গ্রামের মোস্তাক আহম্মদের স্ত্রী মর্জিনা বেগম (৪৫) ও একই গ্রামের মো. আজগরের ছেলে ইসমাইল (৩)।

এব্যাপারে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৈমুর ইসলাম জানান, আহতদের তাৎক্ষণিকভাবে নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়ী দুটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।