প্রচ্ছদ ›› জাতীয়

ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ১০

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২২ ১৪:৩৪:৩০ | আপডেট: ২ years আগে
ফেনীতে কাভার্ডভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষে নিহত ৪, আহত ১০
সংগৃহীত

ফেনীতে যাত্রীবাহী বাসের সঙ্গে উল্টো পথে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। তাৎক্ষণিক হতাহতদের পরিচয় জানা যায়নি।

বুধবার বেলা ১১টার দিকে মোহাম্মদ আলী দুলামিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ফেনীর মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল।

তিনি জানান, বুধবার বেলা ১১টার দিকে ঢাকার উদ্দেশে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের একটি বাসের সঙ্গে উল্টো পথে আসা কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে একজন নিহত ও ১৩ জন আহত হন।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়।