সরকার ঘোষিত নতুন সময়সূচি অনুযায়ী নির্দিষ্ট সময়ে অফিসে আসা ও ত্যাগের বিষয়ে আবারও নির্দেশনা দেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি বলেন, ‘নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টার মধ্যে অফিসে আসতে হবে। নির্দিষ্ট সময়ের আগে অফিস ত্যাগ করা যাবে না।’
রোববার প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এসে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এসব কথা বলেন।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা অলরেডি আবার ইন্সট্রাকশন দিয়ে দিয়েছি, অফিস টাইমে সবাইকে অফিসে আসতে হবে।’
তিনি আরও বলেন, ‘এছাড়া কালকেও আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি এবং অফিস টাইমের আগে কেউ যেতে পারবে না। ইন্ডিভিজুয়ালি কোন দরকার হল, সে তার বসের কাছে জিজ্ঞেস করে পার্মিশান নিয়ে যাবে। কিন্তু ৮টার মধ্যে অফিসে আসতে হবে, আর পরিষ্কার (কথা) ৩টার আগে কেউ যেতে পারবে না। এটা আমরা এনসিউর করতেছি।’
এ নিয়ম কতদিন পর্যন্ত চলবে-জানতে চাইলে তিনি বলেন, ‘পরবর্তী নির্দশনা দেয়া পর্যন্ত এই সময়সূচি থাকবে।’
বিদ্যুৎ সাশ্রয়ে গত ২২ আগস্ট মন্ত্রিসভা বৈঠকে অফিসের নতুন সময়সূচির সিদ্ধান্ত নেয়া হয়, যা ২৪ আগস্ট থেকে কার্যকর করা হয়।