প্রচ্ছদ ›› জাতীয়

ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রীর

নিজস্ব প্রতিবেদক
৩১ আগস্ট ২০২২ ১০:১০:৩৯ | আপডেট: ৩ years আগে
ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় প্রাণ গেলো কলেজছাত্রীর

রাজধানীর যাত্রাবাড়ীতে মেয়র হানিফ ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় সাদিয়া আফরিন উর্মি (২২) নামে তিতুমীর কলেজের এক ছাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মোটরসাইকেলচালক নাজমুল (২৫)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাদিয়াকে মৃত ঘোষণা করেন।

সাদিয়া আফরিনের দুলাভাই আজমল হোসেন গণমাধ্যমকে বলেন, তারা দুজন আজ বিকেলে মোটরসাইকেল নিয়ে বের হলে হানিফ ফ্লাইওভার থেকে নামার সময় পেছন থেকে একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন আফরিন।

এ সময় অন্য আরেকটি গাড়ি আফরিনের মাথার ওপর দিয়ে চালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে আসলে আফরিনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

তিতুমীর কলেজের মার্কেটিং বিভাগের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন আফরিন এবং নাজমুল সলিমুল্লাহ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। নাজমুলের চিকিৎসা চলছে বলেও জানান তিনি।