প্রচ্ছদ ›› জাতীয়

বই মেলা শুরু হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক
০১ ফেব্রুয়ারি ২০২৩ ১০:২১:২৫ | আপডেট: ১ year আগে
বই মেলা শুরু হচ্ছে আজ
পুরনো ছবি

আজ থেকে শুরু হচ্ছে প্রাণের একুশে গ্রন্থমেলা ২০২৩। করোনা মহামারির কারণে গত বছর নির্ধারিত সময়ের ১৫ দিন পর শুরু হলেও চলতি বছর ভাষার মাসের প্রথম তারিখ থেকে চলবে বই মেলা।

বুধবার বিকেল ৩ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলা একাডেমি প্রাঙ্গণে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন। এরপর সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বাংলা একাডেমি এবং সোহরাওয়ার্দী উদ্যান।

মঙ্গলবার শেষ দিনের মতো মেলা প্রাঙ্গণে হাতুড়ি-পেরেকের ঠোকাঠুকি, রং-ব্রাশের মাখামাখিতে ব্যস্ত সময় কাটান শ্রমিকেরা। নির্মাণ, সাজগোজের এই কর্মযজ্ঞের উপলক্ষ একটিই, আর তা হচ্ছে মেলাকে জমিয়ে তোলা।

এবারের গ্রন্থমেলা একাডেমি চত্বর এবং ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে প্রায় সাড়ে ১১ লাখ বর্গফুট এলাকা নিয়ে আয়োজিত হচ্ছে। এতে সর্বমোট ৬০১টি প্রতিষ্ঠান ৯০১টি স্টল বরাদ্দ নিয়েছে। থাকছে ৩৮টি প্যাভেলিয়ন। এছাড়া থাকছে ক্রেতা এবং দর্শনার্থীদের জন্য শিশু চত্বর, লিটিল ম্যাগাজিন চত্বরসহ বিশেষ আয়োজন।