বেতন বকেয়া রেখে হঠাৎ কারখানা বন্ধের নোটিশ দেয়ায় চট্টগ্রামের বাকলিয়ায় সড়ক অবরোধ করেছে ডিপস অ্যাপারেল লিমিটেড কোম্পানি নামের একটি গার্মেন্টসের শ্রমিকরা।
বৃহস্পতিবার সকাল ৮টা থেকে প্রায় দুই ঘণ্টা নগরীর শাহ আমানত সেতুর সংযোগ এলাকায় মেরিন ড্রাইভ সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা।
শ্রমিকদের অভিযোগ, হঠাৎ কারখানা বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। কারখানার পাঁচ শতাধিক শ্রমিকের পাঁচ থেকে ছয় মাসের বেতন বকেয়া রয়েছে। সকালে কারখানার সামনে এসে বন্ধের নোটিশ দেখে শ্রমিকরা সড়ক অবরোধ করে। এ সময় প্রায় দুই ঘণ্টা রাস্তা অবরোধ করে রাখে তারা। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের সেখান থেকে সরিয়ে দেয়।
কারখানার শ্রমিক জাফর আলম বলেন, কারখানা বন্ধের ব্যাপারে আগে থেকে মালিকপক্ষ কিছু জানায়নি। সকালে কারখানায় এসে দেখি বন্ধের নোটিশ দেওয়া হয়েছে। কিন্তু আমাদের পাঁচ-ছয় মাসের বেতন বকেয়া রয়েছে।
এ বিষয়ে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম জানিয়েছেন, শ্রমিকরা বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছিল। পরে পুলিশ তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়েছে। বর্তমানে বিজিএমইএ কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে কথা বলছে।
এর আগে বুধবার ডিপস অ্যাপারেল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জসিম উদ্দিন স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, বর্তমানে নতুন কাজের অর্ডার না থাকায় কারখানা কর্তৃপক্ষ আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে। শ্রমিক-কর্মচারীদের কাজ দিতে অক্ষমতার কারণে কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন ২০০৬-এর ২০ ধারা মোতাবেক শ্রমিক ছাঁটাই করার সিদ্ধান্ত গ্রহণ করেছে। যা ১৭ নভেম্বর থেকে কার্যকর হবে।