প্রচ্ছদ ›› জাতীয়

বগুড়ায় ছেলের লাশ দেখে বাবার মৃত্যু

বগুড়া প্রতিনিধি
০৩ সেপ্টেম্বর ২০২৩ ১৫:৫১:১৩ | আপডেট: ১ year আগে
বগুড়ায় ছেলের লাশ দেখে বাবার মৃত্যু

বগুড়ার শাজাহানপুরে ছেলের লাশ দেখে স্ট্রোক করে বাবার মৃত্যু হয়েছে। শনিবার (২ সেপ্টেম্বর) সকালে উপজেলার আশিকপুর ইউনিয়নের মাথাইল চাপড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ছেলে মাসুদুর রহমান পারভেজ (৪০) উপজেলার শাবরুল গ্রামের নিহত মনছের আলী তালুকদারের (৬৫)ছেলে এবং বগুড়া সদরের কৈচর বিএম কলেজের প্রভাষক।

জানা যায়, মাসুদুর রহমান পারভেজ নামের ওই কলেজশিক্ষককে দিনদুপুরে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সংবাদ জানার পর নিহত পারভেজের বাবা মনছের আলী তালুকদার ঘটনাস্থলে গিয়ে সন্তানের লাশ দেখে স্ট্রোক করে মারা যান।

এ বিষয়ে শাজাহানপুর থানার উপপরিদর্শক (এএসআই) সাদ্দাম হোসেন জানান, ঘটনা জানার পরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষকের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনা জানার পর তার বাবাও স্ট্রোক করে ইন্তেকাল করার কথা জেনেছি।

তিনি আরও বলেন, তবে কে বা কারা কেন ওই শিক্ষককে খুন করেছে তা জানা যায়নি।