প্রচ্ছদ ›› জাতীয়

‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ পেলেন ২ কূটনীতিক

নিজস্ব প্রতিবেদক
০৭ জুলাই ২০২২ ১৩:৫২:০৯ | আপডেট: ৩ years আগে
‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ পেলেন ২ কূটনীতিক
পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন এবং ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

চলতি বছর ‘বঙ্গবন্ধু কূটনৈতিক উৎকর্ষ পদক’ পেয়েছেন পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত সুলতানা লায়লা হোসেন ও ঢাকায় জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের নবনির্মিত আট তলা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যোগ দিয়ে এ দুই কূটনীতিককে পুরস্কার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে গত বছর এ পুরস্কার প্রবর্তন করা হয়।