প্রচ্ছদ ›› জাতীয়

বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক
১৯ জুলাই ২০২২ ০৯:১৯:০০ | আপডেট: ৩ years আগে
বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক পাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাধারণ প্রশাসন ও ব্যবস্থাপনা বিভাগে ‘বঙ্গবন্ধু জনপ্রশাসন পদক ২০২২’ এর জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে।

জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ২৩ জুলাই এই পদক দেয়া হবে।

আগামী শনিবার সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হতে যাওয়া এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন সোমবার গণমাধ্যমকে বলেন, ‘দারুণ খবর। ভালোভাবে কাজ করার জন্য মন্ত্রণালয়ের সকল কর্মকর্তা ও কর্মচারীদের আন্তরিক অভিনন্দন।’