প্রচ্ছদ ›› জাতীয়

বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন ২৮ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক
১৪ আগস্ট ২০২৩ ১৭:০৯:৪২ | আপডেট: ২ years আগে
বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন ২৮ অক্টোবর

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৮ অক্টোবর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল বা কর্ণফুলী টানেলের উদ্বোধন করবেন।

সোমবার (১৪ আগস্ট) সেতু ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

১০ হাজার ৩৭৪ কোটি টাকা ব্যয়ে টানেলটি নির্মাণ করা হচ্ছে এবং এটি দক্ষিণ এশিয়ার প্রথম টানেল যা নদীর তলদেশে নির্মিত হচ্ছে।

প্রকল্প কর্মকর্তারা জানান, কর্ণফুলী টানেলের মাধ্যমে চট্টগ্রামকে চীনের সাংহাইয়ের মতো করার লক্ষ্য সরকারের। এ প্রকল্পে সব ধরনের কারিগরি ও আর্থিক সহায়তা দিচ্ছে চীন। বর্তমানে টানেলের ভেতরে অগ্নিনির্বাপণ, আলো এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা করা হচ্ছে। এ ছাড়া ৫২টি সেচ পাম্পও স্থাপন করা হচ্ছে যাতে বর্ষাকালে পানির উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগে টানেলটি আটকে না যায়।

প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ)। কর্ণফুলী নদীর তলদেশে টানেলসংলগ্ন দুটি টিউব নির্মাণ করা হয়েছে।

একই সঙ্গে টানেলে লাইট, পাম্প ও ড্রেনেজ সিস্টেম স্থাপন করা হচ্ছে এবং একটি ৭৭২ মিটার ফ্লাইওভারও নির্মাণ করা হয়েছে।