প্রচ্ছদ ›› জাতীয়

শোক দিবসে এনবিআরের ব্যতিক্রমী উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক
১৫ আগস্ট ২০২২ ১৯:১৬:১৯ | আপডেট: ৩ years আগে
শোক দিবসে এনবিআরের ব্যতিক্রমী উদ্যোগ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বঙ্গবন্ধুর ওপর লিখিত বই পড়া এবং এর উপর আলোচনা করা হয় এনবিআরের অনুষ্ঠানে।

সোমবার বঙ্গবন্ধুর ঐতিহাসিক দিক নির্দেশনামূলক ভাষণের ভিডিও প্রদর্শনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর উপস্থিত সকলকে বঙ্গবন্ধুর ওপর লিখিত একটি করে বই পড়তে দেয়া হয়। সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত চলে বই পড়া কার্যক্রম।

এসময় জাতির পিতার জীবন ও কর্ম নৈপুণ্যের ওপর রচিত বিভিন্ন বইয়ের পঠিত অংশের ওপর আলোচনা করা হয়। এর পাশাপাশি আত্মবিশ্লেষণ, আত্মোপলব্ধি এবং অভিব্যক্তি প্রকাশ হয়।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, জাতীয় শোক দিবস বাঙালি জাতির ইতিহাসে একটি শোকাবহ দিন। এই শোককে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। আমাদেরকে দেশের অর্থনীতি, উন্নয়ন ও অগ্রযাত্রার ধারাবাহিকতা বজায় রাখতে জাতির পিতার আদর্শ হৃদয়ে ধারণ ও লালন করতে হবে।

অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের পবিত্র আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একইসাথে মাননীয় প্রধানমন্ত্রী এবং তাঁর পরিবারের সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

অনুষ্ঠান সঞ্চালনা করেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য (বোর্ড প্রশাসন) বশীর আহমেদ।