প্রচ্ছদ ›› জাতীয়

বঙ্গবন্ধুর সমাধিতে মাইকেল মধুসূদন কলেজ কর্তৃপক্ষের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
০৭ আগস্ট ২০২৩ ১৩:২৯:০৮ | আপডেট: ২ years আগে
বঙ্গবন্ধুর সমাধিতে মাইকেল মধুসূদন কলেজ কর্তৃপক্ষের শ্রদ্ধা

সরকারি মাইকেল মধুসূদন কলেজ যশোর এর অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।

রোববার দুপুরে শোকাবহ আগস্ট মাসের ষষ্ঠ দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্প মাল্য আর্পন করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুসহ নিহত তাঁর পরিবারের সকল শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় কলেজের উপাধ্যক্ষ ড. মোঃ আবু বকর সিদ্দিকী, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধ কমপ্লেক্সের এডমিন ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন ও জাতির পিতার স্মৃতি বিজড়িত বিভিন্ন দর্শনীয় স্থানসমূহ পরিদর্শন করেন।