প্রচ্ছদ ›› জাতীয়

বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত ৮

নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৩ ১১:৪৮:২১ | আপডেট: ২ years আগে
বঙ্গবাজারে আগুন: ফায়ার সার্ভিসের কর্মীসহ আহত ৮

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিট। এ আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের তিন সদস্য সহ আট জন আহত হয়েছেন। তাদেরকে ঢামেক ও বার্ন ইনস্টিটিউটে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলেন- ফায়ার সার্ভিস কর্মী রবিউল ইসলাম অন্তর (৩০), আতিকুর রহমান রাজন (৩৫), বাকিরা হচ্ছেন, নিলয়(৩৫), শাহিন (৪০), রিপন(৪০) রুবেল (৩২), দুলাল মিয়া (৬০)। শেখ হাসিনা বার্ণ ইন্সটিটিউটে ফায়ারকর্মি মেহেদি হাসান (২৮)।

মঙ্গলবার সকাল ৬টার দিকে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ছে। বঙ্গবাজার মার্কেটে লাগা আগুন পাশের এনেক্সকো টাওয়ারেও ছড়িয়ে পড়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, সাত জন কে ঢামেক হাসপাতালে ও একজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন।

বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাকৃত ব্যক্তি ধোয়ায় অসুস্থ হয়েছেন বলেও জানান তিনি।