প্রচ্ছদ ›› জাতীয়

বঙ্গোপসাগরে ২৬টি ট্রলারে ডাকাতি

নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২২ ১০:২৫:৪৯ | আপডেট: ৩ years আগে
বঙ্গোপসাগরে ২৬টি ট্রলারে ডাকাতি
পুরানো ছবি

পটুয়াখালীর সোনার চরের পূর্ব-দক্ষিণে বঙ্গোপসাগরে অন্তত ২৬টি মাছ ধরার ট্রলারে ডাকাতি হয়েছে। মালামালসহ প্রায় কোটি টাকার মাছ লুট করে নিয়ে গেছে ডাকাত দল। এ সময় ৯ জেলেসহ একটি ট্রলার ডুবিয়ে দিয়েছে।

সাগরে নিখোঁজ জেলেদের উদ্ধার এবং ডুবে যাওয়া ট্রলারটি উপকূলে আনার চেষ্টা চালাচ্ছে অন্য ট্রলারের জেলেরা। ডাকাতের কবলে পড়া ট্রলারগুলো পটুয়াখালীর মহিপুর, রাঙ্গাবালী, চরমোন্তাজ ও বরগুনার পাথরঘাটার।

শুক্রবার রাতে পটুয়াখালীর মহিপুর মৎস্য বন্দরে ফিরে ঘটনার শিকার দুই জেলে জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যা থেকে হাতিয়া-সন্দ্বীপ থেকে দ্রুতগামী বড় ট্রলারে আসা ২০-২৫ জনের ডাকাতদল অস্ত্রের মুখে ধাওয়া করে একের পর এক ট্রলারগুলো ডাকাতি করে মাছ, জাল, তেলসহ সব মালামাল লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতদের ট্রলারের ধাক্কায় একটি ট্রলার ডুবে যায়।

মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ রাজা বলেছেন, নিখোঁজ জেলেদের উদ্ধার, ডাকাতদের দমন ও ইলিশের ভরা মৌসুমে সাগরের নিরাপত্তায় সরকারের সহযোগিতা চেয়েছে মহিপুর মৎস্য আড়ৎ মালিক সমিতি।