প্রচ্ছদ ›› জাতীয়

বনানী কবরস্থানে চিরশায়িত হবেন সাজেদা চৌধুরী

নিজস্ব প্রতিবেদক
১২ সেপ্টেম্বর ২০২২ ১০:৪০:১১ | আপডেট: ২ years আগে
বনানী কবরস্থানে চিরশায়িত হবেন সাজেদা চৌধুরী

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হবে।

সোমবার বাদ আছর তাকে দাফন করা হবে। সাজেদা চৌধুরীর ব্যক্তিগত কর্মকর্তা বেনজীর আহমেদ রায়হান এ তথ্য নিশ্চিত করেন।

বেনজীর আহমেদ রায়হান জানান, সোমবার সকাল ১১টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাজেদা চৌধুরীর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ জোহর তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দায় দ্বিতীয় জানাজা হবে। এরপর বাদ আসর রাজধানীর বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

গতকাল রোববার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাজেদা চৌধুরী মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

সাজেদা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।