রাজধানীর বনানীর একটি নির্মাণাধীন ভবনে আগুন লেগেছে। বৃহস্পতিবার দুপুর ২টা ৪২ মিনিটের দিকে ভবনটিতে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট।
বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার। তিনি বলেন, ‘বনানীর ৪ নম্বর রোডের এফ ব্লকের ১৯ নম্বর বাড়ি সংলগ্ন নির্মাণাধীন ভবনে আগুন লাগার খবর পেয়েছি। আমাদের তিনটি ইউনিট সেখানে গেছে।’
আগুনে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
প্রসঙ্গত, গত ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজে লাগা আগুনে ৪৬ জনের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি রয়েছেন আরও অনেকে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।