প্রচ্ছদ ›› জাতীয়

বন্যা কবলিত জেলায় বিশেষ কৃষিঋণ দেয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
২৭ জুন ২০২২ ২০:২০:২৪ | আপডেট: ১ year আগে
বন্যা কবলিত জেলায় বিশেষ কৃষিঋণ দেয়ার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

দেশের বন্যা কবলিত জেলায় স্বল্প সুদে কৃষিঋণ বিতরণে বিশেষ নজর দিতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে সোমবার বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগ (এসিডি) একটি সার্কুলার জারি করেছে।

এতে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমের অবশিষ্ট বরাদ্দের ৪০ শতাংশ বন্যা কবলিত জেলাগুলোতে বিতরণ করতে ব্যাংকগুলোকে বলা হয়েছে।

কৃষি খাতে উৎপাদন বাড়াতে পুনঃঅর্থায়ন স্কিম তৈরি করে কেন্দ্রীয় ব্যাংক।

এই স্কিমের আওতায় ব্যাংগুলো চার শতাংশ সুদের হারে কৃষিঋণ বিতরণ করবে। আর বাংলাদেশ ব্যাংক এক শতাংশ সুদের হারে ব্যাংকগুলোকে তহবিল প্রদান করবে।

দলবদ্ধ প্রান্তিক কৃষকেরা জামানত ছাড়াই সর্বাধিক দুই লাখ টাকা ঋণ পাবেন, যা ছয় মাসের গ্রেস পিরিয়ডসহ ১৮ মাসের মধ্যে পরিশোধ করতে হবে।