প্রচ্ছদ ›› জাতীয়

বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১১৯

নিজস্ব প্রতিবেদক
১৫ জুলাই ২০২২ ১৮:২২:০৫ | আপডেট: ৩ years আগে
বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১১৯
(ফাইল ছবি)

দেশের অধিকাংশ জায়গায় বন্যা পরিস্থিতির উন্নতি অব্যাহত থাকলেও শুক্রবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৌলভীবাজার জেলায় আরেকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ নিয়ে বন্যায় মোট প্রাণহানির সংখ্যা ১১৯ জনে দাঁড়িয়েছে।

নিহত ব্যক্তি বন্যার পানিতে ডুবে মারা গেছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

১৭ মে থেকে ১৫ জুলাই পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

মোট মৃতদের মধ্যে বন্যার পানিতে ডুবে ৯২ জনবজ্রপাতে ১৫ জনসাপের কামড়ে দুজনডায়রিয়ায় একজন এবং অন্যান্য কারণে নয়জন মারা গেছেন।

নিহতদের মধ্যে সিলেটে ৬৫ জনময়মনসিংহে ৪১ জনরংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন।

বন্যা কবলিত ৭০টি উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩টিরংপুর বিভাগে ১৬টিময়মনসিংহ বিভাগে ২০টি এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।

সিলেটসুনামগঞ্জনেত্রকোণা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা যেখানে যথাক্রমে ১৩১১১০ ও ৯টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।