ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় গত ২৪ ঘণ্টায় দেশের দুই জেলায় আরও সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে।
রোববার বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় মৃত ৭ জনের মধ্যে ৫ জন লালমনিরহাটের এবং বাকি ২ জন নেত্রকোনার।
এছাড়াও গত ২৪ ঘণ্টায় ৮৮৮ জনসহ মোট ১১ হাজার ৬৬২ জন মানুষ ডায়রিয়া, চর্মরোগ, সাপের কামড়সহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ২৮ বন্যা-কবলিত জেলার ১৮৫ উপজেলায় মানুষদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কাজ করছে দুই হাজার ৪৭ টি মেডিকেল টিম।