প্রচ্ছদ ›› জাতীয়

বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১০

নিজস্ব প্রতিবেদক
০৬ জুলাই ২০২২ ১৭:৩৯:৪১ | আপডেট: ৩ years আগে
বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১০

ভারী বর্ষণে সৃষ্ট ভয়াবহ বন্যায় গত ২৪ ঘণ্টায় দেশের দুই জেলায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ১১০ জনে দাঁড়িয়েছে। ১৭ মে থেকে ৬ জুলাই পর্যন্ত মৃত্যুর এ সংখ্যা রেকর্ড করা হয়েছে।

বুধবার বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানায়, নিহতদের মধ্যে ময়মনসিংহে ৪০ জন, সিলেটে ৫৭ জন, রংপুরে ১২ জন এবং ঢাকা বিভাগে একজন মারা গেছেন।

এছাড়া এ সময় প্রায় ১৩ হাজার ৮৯২ জন বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও যোগ করে স্বাস্থ্য অধিদপ্তর।

বন্যা কবলিত ৭০টি উপজেলার মধ্যে সিলেট বিভাগে ৩৩, রংপুর বিভাগে ১৬, ময়মনসিংহ বিভাগে ২০ এবং চট্টগ্রাম বিভাগে একটি উপজেলা রয়েছে।

সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা ও কুড়িগ্রাম সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলা যেখানে যথাক্রমে ১৩, ১১, ১০ ও ৯টি উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে, ২৮ বন্যা-কবলিত জেলার ১৮৫ উপজেলায় মানুষদের স্বাস্থ্যসেবা প্রদানের জন্য কাজ করছে দুই হাজার ৪৭ টি মেডিকেল টিম।